skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeদেশকর্ণাটকে করোনা আক্রান্ত কেরল ফেরত ৩২ নার্সিং ছাত্রী

কর্ণাটকে করোনা আক্রান্ত কেরল ফেরত ৩২ নার্সিং ছাত্রী

Follow Us :

বেঙ্গালুরু:  দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় একসঙ্গে ৩২ জন নার্সিং ছাত্রীর আক্রান্ত হওয়ার খবর সামনে এল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলার জেলার একটি নার্সিং কলেজে। কলেজ সূত্রে খবর, সম্প্রতি কেরল থেকে কর্নাটকে ফিরেছিল আক্রান্ত সকল ছাত্রী। তারপর বুধবার কলেজের তরফে ২৬৫ জন ছাত্রীর করোনা টেস্ট করা হয়। সেখানে ওই ৩২ জন ছাত্রী করোনা আক্রান্ত হয়েছেন তা জানা যায়।

উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের জন্য প্রতিদিনই কেরল থেকে বিপুল সংখ্যক মানুষ দক্ষিণ কর্নাটকের একাধিক জেলায় এসে থাকেন। সেখান থেকেই কর্নাটকে করোনা সংক্রমণের বাড়াবাড়ি হয়েছে বলেই মনে করছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: করোনার ভয়ে চিত্রনাট্যে কোপ

এই প্রসঙ্গে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর বলেছেন, “আমি নিজে কলেজে যাব। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখব।”

এদিকে আজ পয়লা সেপ্টেম্বর থেকে দিল্লি তামিলনাড়ু রাজস্থান উত্তর প্রদেশ বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আজ খুলে দেওয়া হল। সেইসঙ্গে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার। তারই মধ্যে নার্সিং কলেজের ঘটনাটি সামনে আসতে নড়েচড়ে বসল কর্ণাটক সরকার।

আরও পড়ুন:  কাল থেকে বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা

উল্লেখ্য কেরলের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনই  সংক্রমণের হার বাড়ছে কর্নাটকে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১২১৭ জন। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ২৫ জন।

RELATED ARTICLES

Most Popular